Question2Answer সাইটের জন্য ৬ টি গুরুত্বপূর্ণ প্লাগইন।

Home » Blog  »  Question2Answer সাইটের জন্য ৬ টি গুরুত্বপূর্ণ প্লাগইন।
Question2Answer সাইটের জন্য ৬ টি গুরুত্বপূর্ণ প্লাগইন।

আসসালামু আলাইকুম

এই পোস্টে আপনাদের জন্য রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাইটের প্লাগইন। প্লাগইন একটি ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন ওয়েবসাইট ও বিগিনার এর জন্য। প্লাগইন ওয়েব সাইটের সৌন্দর্য বাড়ায়। বর্তমানে ওয়েবসাইটের সকল কাজই প্লাগইন এর মাধ্যমে করা যায়। তবে প্লাগিন ব্যবহারের সমস্যা হচ্ছে সাইড স্লো হয়ে যাওয়া। তাই অভিজ্ঞ developer খুব কমই প্লাগিন ব্যবহার করেন। তারা নিজেরাই কোডিং করে প্লাগিন এর কাজ করেন। একেবারে যেন ব্যবহার করে না এমন না কিছু কিছু প্লাগিন সবারই ব্যবহার করা উচিত। এই পোস্টে সেই রকম প্লাগিন গুলার সম্পর্কে আলোচনা করা হবে। এই পোস্টে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সাইটের প্লাগিন এর ব্যবহার নিয়ে কথা হবে। প্লাগিন গুলার অনেক মোটামুটি সব ওয়েবসাইটি ই ব্যবহার করে । তবে আমি মনে করি প্রশ্ন উত্তর সাইটের জন্য প্রত্যেকটা প্লাগইনে খুবই গুরুত্বপূর্ণ। নিচে প্লাগিন সম্পর্কে বিস্তারিত, প্লাগিনের ডাউনলোড লিংক, ও প্লাগিন এর স্ক্রিনশট সহ উপস্থাপন করা হলো।
বিঃদ্রঃ এগুলো শুধু Question2Answer সাইটের থিম ব্যবহারকারীদের জন্য। কেউ WordPress এর থিম ভাববেন না।

প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের জন্য সেরা ছয়টি প্লাগইন।

আজকের পোস্ট এখানে ই সমাপ্ত।
ইনশাআল্লাহ পরের পোস্টে দেখাবো কিভাবে সি প্যানেল থেকে প্লাগিন ইনস্টল করতে হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X