যেসব কারণে স্মার্টফোন, ল্যাপটপ,অতিরিক্ত গরম হয়ে যায় : All Bangla Tricks

Home » Blog  »  যেসব কারণে স্মার্টফোন, ল্যাপটপ,অতিরিক্ত গরম হয়ে যায় : All Bangla Tricks
যেসব কারণে স্মার্টফোন, ল্যাপটপ,অতিরিক্ত গরম হয়ে যায় : All Bangla Tricks

তীব্র এই গরমে শুধু জনজীবনই দুর্বিষহ হয়ে ওঠেনি, ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রেও তৈরি হচ্ছে ঝুঁকি। চরম গরমে স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় কখনো কখনো বৈদ্যুতিক যন্ত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাও ঘটে। বৈদ্যুতিক এসব যন্ত্র সাধারণ নিয়ম অনুসারেই তাপ উৎপন্ন করে। যখন পার্শ্ববর্তী তাপমাত্রা বেড়ে যায়, তখন এসব যন্ত্রের শীতলীকরণ অংশ যেমন ফ্যান, হিট সিঙ্ক অনেক সময় ঠিকভাবে কাজ করতে পারে না।

 

অপর্যাপ্ত বায়ু চলাচল

ল্যাপটপ ও টেলিভিশন যে তাপ উৎপন্ন করে, তা অপসারণের জন্য বায়ু চলাচলের সুবিধা রয়েছে। কিন্তু কখনো কখনো বায়ু চলাচলের জায়গা বা ভেন্ট অন্য কোনো বস্তু দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। তখন বায়ু চলাচল বন্ধ হয়ে যায় ও অভ্যন্তরীণ তাপ বের হতে পারে না। এর ফলে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যায়।

 

অতিরিক্ত ব্যবহার

একটানা বিরতিহীনভাবে অনেকক্ষণ ব্যবহার করলে যন্ত্র স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়। বিশেষ করে গেম খেললে বা ভিডিও সম্পাদনার কাজ একটানা করলে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতো যন্ত্র বেশি গরম হয়ে যায়। টানা গেম খেললে স্মার্টফোনও গরম হয়ে যেতে পারে।

 

 

বাইরের তাপমাত্রা বেশি থাকলে

বাইরের তাপমাত্রা বেশি থাকলে যন্ত্র শীতল হতে বেশি সময় লাগে। কারণ, তখন যন্ত্রের অভ্যন্তরীণ তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রাও যোগ হয়। সরাসরি সূর্যের আলোর নিচে বা দিনের আলোতে বাইরে পার্ক করা গাড়ির ভেতরে যন্ত্র থাকলে অতিরিক্ত গরম হয়ে যায়।

স্মার্টফোন, ল্যাপটপ, এসি ও অন্যান্য যন্ত্রে ধুলাবালু জমে থাকলে তা যন্ত্রের শীতলীকরণ প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে। এর ফলে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যায়।

 

 

আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করুন। চ্যানেল লিংক:  ক্লিক করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X