আপনার Old Smart Phone যদি অনেক স্লো হয়ে থাকে? নিয়ে নিন সমাধান।

Home » Blog  »  আপনার Old Smart Phone যদি অনেক স্লো হয়ে থাকে? নিয়ে নিন সমাধান।
আপনার Old Smart Phone যদি অনেক স্লো হয়ে থাকে? নিয়ে নিন সমাধান।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব আপনার Slow Phone কে কিভাবে ফাস্ট করা যায়।

অনেক দিন যাবৎ মোবাইল ব্যবহার করার ফলে আমাদের ফোনে ডাটা জমা থাকে যেগুলো চাইলেও ডিলিট করা সম্ভব হয়না। আবার অনেকে আছেন অনেক আগে ফোন এখনো ব্যবহার করেন। কিন্তু ‍এ্যাপ আপডেট হওয়ার ফলে ফোন অনেক ধীর গতিতে কাজ করে। তবে আজকে ট্রিকটি যে কোন Smart Phone apply করতে পারেন।

  • আমি এই ট্রিকটি Samsung Phone দেখিয়েছি, আপনারা যে কোন ফোনে পারবেন যদি চেষ্টা করেন।
  • চলে যান আপনার ফোনের Setting থেকে About অপশন।

  • তারপর খুজে বের করুন Software Information অপশন।

  • Software Information অপশনে ক্লিক করার পর দেখুন Build Number. [এই Build Number সব ফোনেই থাকে]
  • এখন Build Number এর উপরের ৫ বার tap করুন, ৫ বার tap করার পর Developer option ওপেন হবে।

  • একটু Back করে বাহিরে আসুন দেখুন About এর নিচে Developer option চলে এসেছে।

  • এখন Developer option ক্লিক করে একটু নিচের দিকে আসুন, নিচে দেখানো তিনটি অপশন পাবেন।
  • ভালভাবে লক্ষ্য করুন নিচে Animation Scale দেখা যাবে, এখানে Animation Scale Default যেটা দেওয়া আছে আপনি তার থেকে কম করে দিবেন। যতটা দিলে আপনার কাছে Comfortable মনে হয়।
  • তারপর চাইলে আপনার ফোনটি Restart দিতে পারেন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X